তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন পাচারকারীর মূল হোতা সহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির টহলদল বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে ৩৩০ মেইন পিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ জনকে আটক করে।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো:আহসান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানব পাচারকারীর মূল হোতা মোশারফসহ (৩০) ৭ জনকে আটক করা হয়েছে। মোশারফ দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আটককৃতের অন্যান্যরা হলেন, পলাশ চন্দ্র সেন (৩৩), পলাশের স্ত্রী প্রিয়াঙ্কা রানী (২৫), তাদের সন্তান ধ্রুবো চন্দ্র সেন (৭), শম্পা রানী (২২) এবং তার দুই মেয়ে জবা রানী (৬) ও ঋতু রানী (৩)।
আটককৃত ব্যক্তিদেরকে দিনাজপুরের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.