জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির’ ডিসেম্বর/২০২৪ মাসের সভা অনুষ্ঠিত হয়।
৮ই ডিসেম্বর রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সম্মানিত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.