1. admin@weeklyjagrotojanata.com : admin :
বান্দরবানে রাবার বাগান মালিকদের  মানববন্ধন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বান্দরবানে রাবার বাগান মালিকদের  মানববন্ধন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বান্দরবান জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত ২৮৮ টাকার দাম পাওয়া এবং দেশের বাইরে থেকে রাবার আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমেছে বান্দরবানের বাইশারীর স্থানীয় রাবার বাগান মালিকরা।

২৬ শে  নভেম্বর মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মানবন্ধনের পর ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, রাবার বাগান মালিকদের দাবী দাওয়া যুক্তিক। বিষয় উর্দধতন প্রশাসনে অবহিত করা হবে।

রাবার বাগান মালিকরা জানান, বাইশারীতে সাদা সোনা হিসেবে খ্যাত রাবারের জন্য বিখ্যাত। যেখানে ১৫ হাজারের অধিক ভ‚মিতে রাবার চাষে অন্তত ৫০হাজার মানুষের জীবিন জীবিকা চলে। এখানকার রাবার দেশের অর্থনীতে বিশেষ অবদান রাখছে।গত কয়েক বছর ধরে রাবারের দরপতনের কারনে বাগান টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রাবার বাগান মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ রফিক বশরী, সদস্য সচিব জসিম উদ্দিন, রাবার বাগান মালিক আবুল কালাম, আবদুস সালাম, নুরুল হুদা, আলী মো. মিনহাজ ও জাফর আলম।

উল্লেখ্য, বর্তমানে সরকার নির্ধারিত ২৮৮ টাকার পরিবর্তে বাইশারী বাগান মালিকরা রাবার বিক্রি করে দাম পাচ্ছে ১৫০-১৬০ টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর