অসীম রায় বান্দরবান জেলা প্রতিনিধি : ২০২৪ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বান্দরবান পার্বত্য জেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহায়তায় "অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
উক্ত কর্মশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উক্ত পরিস্থিতিতে প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যদগণ কি ভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে সে বিষয়ে নানাবিধ কৌশল শেখানো হয়। আকস্মিক অগ্নিকাণ্ডে বিচলিত না হয়ে কীভাবে সহজেই আগুন নেভানো এবং নিয়ন্ত্রনে আনা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.