1. admin@weeklyjagrotojanata.com : admin :
বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করলেন -জোন কমান্ডার মাহমুদুল হাসান - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত গোপালগঞ্জ বিএনপির অভিভাবক কে? খুলনায় ওজোপাডিকো’র প্রধান কার্যালয়ে দুদকের অভিযান নড়াইলের লোহাগড়ায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা করেছে যশোরের মনিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে জি আর চাউল বিতরণ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ধনবাড়ী থানা পুলিশ বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করলেন -জোন কমান্ডার মাহমুদুল হাসান নাগরিক সেবা এ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন- অধ্যাপক থানজামা লুসাই

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করলেন -জোন কমান্ডার মাহমুদুল হাসান

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) : বান্দরবানে খ্রীষ্টধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাড়াবাসি, ক্যাথলিক চার্চ, গির্জায় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

২২ শে ডিসেম্বর  রোববার বান্দরবান সেনা জোনের আয়োজনে এই আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।  তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনগণ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ করে কোন ধর্মীয় অনুষ্ঠানে কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ যেনো সৃষ্টি না হয়, সেনাবাহীনির পক্ষ হতে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়।

তিনি আরো বলেন, আসন্ন খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন যেনো স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

বড়দিন উদযাপন উপলক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে সর্বমোট ৫২ জন ব্যক্তি,১৭ টি পাড়াবাসী এবং ১৭ টি চার্চ/ ক্যাথলিক/ গির্জায় সর্বমোট ১ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা এবং আটটি কেক, চকলেট সহ অন্যান্য  সামগ্রী বিতরণ করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী, জোনাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট মোস্তাহিদ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর