মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগে টঙ্গী পৃর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন টঙ্গী পৃর্ব থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মাস্টার।
৩০শে নবেম্বর শনিবার সকালে সাইফুল ইসলাম মাস্টার নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে ফেক আইডি "সময়ের বাতিঘর" নামক ফ্যাসবুক আইডি নাম উল্লেখ করা হয়।
সাইফুল ইসলাম মাস্টার উত্তর আরিচপুর কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকার বাসিন্দা এবং জাতীয়তাবাদী বিএনপি রাজনীতির সাথে জরিত ।
জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগকারী তার ব্যাক্তিগত ফেসবুক আইডি "সময়ের বাতিঘর" যাহার আইডি লিং://www.facebook.com/profile.php?id=61564822599187& mibextid=ZbWKw
নামের আইডি থেকে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে।
উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
সাইফুল ইসলাম মাস্টার বলেন, "সময়ের বাতিঘর" যাহার আইডি লিং https://www.facebook.com/profile.php?id=61564822599187& mibextid=ZbWKw
আইডি থেকে বিকৃতি করে আমার বিরুদ্ধে অপ্রচার করতেছে। মানহানি করার লক্ষেই এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
টঙ্গী পৃর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউসার আহম্মেদ বলেন, সাইফুল ইসলাম মাস্টার এর বিরুদ্ধে ফেসবুকে অসত্য ও অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে।” এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.