রাজু সাধু পাইকগাছা উপজেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে পাইকগাছা সরকারি ডিগ্রি কলেজ ও কপিলমুনি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান মামুন ইসলাম সুমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান। জুনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ হাসান। পাইকগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি সারজিৎ ঘোষ দেবেন সহ সকল নেত্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে মতবিনিময় সভা চলমান রেখেছি। আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কি ধরনের পরিবর্তন চায় এসব বিষয় আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।
বক্তব্য শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফুল ও খেলাধুলার বিভিন্ন জিনিস পত্র বিতারণ করেন।