রিজওয়ান হোসেন পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর পত্নীতলার পাটিচড়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
হাসিনা সরকার পতনের পর বি,এন,পি ও তার সমমনা দলগুলো দল গোছানোর কাজে ব্যপক তৎপরতা শুরু করে দিয়েছে। তন্মধ্যে ” জামায়াতে ইসলামী বাংলাদেশ ” বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের কাজ তৎপরতার সঙ্গে শুরু করে দিয়েছে।
এরই ধারাবাহিকতায় গত রবিবার ২৪ শে নভেম্বর রাত ৮ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা পাটিচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটিচড়া ইউনিয়ন আমির মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ – ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আবু হেনা মোস্তফা কামালসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। পরে মোঃ আবু সালেহ কে সভাপতি ও মোঃ গোলাম সারোয়ার কে সেক্রেটারী হিসাবে নাম ঘোষণা করা হয়।