মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পত্নীতলায় আমবাটি বজারে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ মোঃসোহরাফ হোসেন,বি এম সম্পাদক পাটিচড়া ইউনিয়ন এর সভাপতিত্বে।
সোমবার ১৮ নভেম্বর রাত ৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন শাখার আয়োজনে রোকণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মোঃজাহিরুল ইসলাম (জাকিরের) সঞ্চালনায়, বিষয় ভিত্তিক আলোচনা রাখেন জনাব মোঃ আব্দুল জল্লিল নবনির্বাচিত আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটিচড়া ইউনিয়ন শাখা, আর ও বক্তব্য রাখেন আত্র ইউনিয়ন রোকন, মোঃ সোহরাফ হোসেন, সাইফুল ইসলাম , বেলজার হোসেন, নজরুল ইসলাম, জাহিরুল ইসলাম (জকির) ও আরও বক্তব্য রাখেন কর্মী ফিরোজ রহমান, জামিল হোসেন, বেলাল হোসেন, গোলাম ছরওয়ার, আবু ছালেহ, নুরইসলাম, মাওঃ আসরাফুল ইসলাম, প্রমূখ ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.