রিজওয়ান হোসেন জেলা প্রতি নিধি, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরের গ্রামীণ হাট বাজারে, পথে ঘাটে, মোড়ে মোড়ে সাধারণ জনতার মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌছে দিয়ে সাধারণ মানুষে সাথে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, নিবনির্বাচিত নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর- মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
৯ ডিসেম্বর সোমবার সকাল থেকে দিন ব্যাপি নিয়ামতপুর উপজেলা সদরের হাট বাজারসহ উপজেলা বিভিন্ন বাজার, গ্রামে, মোড়ে মোড়ে খেটে খাওয়া সাধারণ জনতার মাঝে কুশল বি-ি নময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও গণসংযোগে সময় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। তারা নিরপে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল।
৫ আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র- জনতার বিপুল তরঙ্গ। এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সে জন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
ডাঃ ছালেক চৌধুরী আরো বলেন, স্বৈরাচারী হুসেইন মুহম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে। ৯ বছর আন্দোলনের ধারাবাহিকতায় ‘৯০-এর ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা গত ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে।
তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন করা হয়েছে। দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে অত্যাচার- নির্যাতনের অক্টোপাসে আঁকড়ে রাখা হয়েছিল। সারাদেশকে শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত করা হয়েছিল।
কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আকস্মিক যোগ দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী পাহিন। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, আরিফুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।