মোঃ মিন্টু শেখ : নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চর-মল্লিপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-মল্লিকপুর গ্রামে খান মাহমুদ গ্রুপ ও এস এম ফেরদৌস গ্রুপের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখের ওপর হামলা চালায় খান মাহমুদ গ্রুপের লোকজন।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিরান-জিয়াউরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চর-মল্লিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.