নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার হরিশপুর গ্রামে রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার রানীনগর উপজেলা প্রতিনিধি মোঃ শাহারুখ হোসেন আহাদ-এর উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার(১৩নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শাহারুখ হোসেন তার খালা শ্বাশুড়ির অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়। পথিমধ্যে তার গ্রামেরই মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন এবং মো: জাহেদ আলীর ছেলে মো: আসলামের নেতৃত্বে আরো ৮/১০জন, ব্যবসা সংক্রান্ত ঝামেলার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হোন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ৫০শয্যা বিশিষ্ট রানীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত শাহারুখ হোসেনের পরিবার এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এদিকে অভিযুক্ত আসলাম বলেন 'ডিস এবং নেট ব্যবসা সংক্রান্ত ঝামেলার জের ধরে শাহারুখ হোসেনের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।'
এ বিষয়ে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: তারিকুল ইসলাম বলেন 'আমি এই বিষয়ে অবগত হওয়ার সাথে সাথেই থানা পুলিশের একটা ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।'
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.