1. admin@weeklyjagrotojanata.com : admin :
নওগাঁর পত্নী তলা উপজেলায় লেবার শ্রমিকের অফিস জোরপূর্বক দখল - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নওগাঁর পত্নী তলা উপজেলায় লেবার শ্রমিকের অফিস জোরপূর্বক দখল

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

পত্নীতলা প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ” লেবার শ্রমিক ইউনিয়ন “-অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে। এই বিষয়ে লেবার শ্রমিক ইউনিয়ন পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ ছয়ফুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় যে, প্রায় গত ৩ বছর পূর্বে পত্নীতলার আকবরপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামান চৌধুরী’র নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: আজাদ হোসেন ও নুরুল ইসলাম তার লোকজন নিয়ে মধইল বটতলী মসজিদ সংলগ্ন এলাকায় লেবার শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং- রাজ ২৭৫২ ) নামক একটি অফিস জোরপূর্বক নিজেদের দখলে নেয়। যা এখনো তাদের আওতায় রয়েছে । পরবর্তীতে উক্ত অফিস স্থানান্তর করে মাহমুদপুর এলাকায় নিয়ে এলে দখলকারী নেতারা তাদের দলীয় ক্ষমতার অপব্যবহার করে সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যায়।

পত্নীতলা লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ছয়ফুল ইসলাম এহেন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করে বলেন যে, সরকারি নিয়ম অনুযায়ী আমরা আমাদের গঠনতন্ত্র মোতাবেক মধইল বাজারে লেবার শ্রমিক ইউনিয়নের অফিস পরিচালনা করে আসছি , এমতাবস্থায় হঠাৎ দেখি জামান চৌধুরী,আজাদ হোসেন নূর ইসলামসহ বেশ কিছু উচ্ছৃংখল লোকজন এসে মধইল বাজারের অফিসটি দখল করে নেয়। আমরা নিরুপায় হয়ে অফিস স্থানান্তর করে মাহমুদপুর বাজারে এসে নতুন অফিস করি। এখান থেকেও তারা তাদের দলিও ক্ষমতার অপব্যবহার করে অফিস ও সাইনবোর্ড তুলে নিয়ে যায়। আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করে সমাধান না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো: জামান চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: এনায়েতুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর