কাজী স্বাধীন স্টাফ রিপোটার : নওগাঁর ধামইরহাটে মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(১৮ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার পরে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ তার নিজ বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে আসর্ছিলেন। পথের মধ্যে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌছলে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটর সাইকেল আরোহী পল্লী বিদ্যুৎতের অফিসের মিটার রিডার হারুনুর রশীদের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, ‘সড়ক আইনে মামলা হবে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’তার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.