কাজী স্বাধীন স্টাফ রিপোটার : নওগাঁয় সরবরাহ বাড়ায় পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে নওগাঁর পাইকারি বাজারে সরবরাহ সংকটে হঠাৎ অস্থির হয়ে উঠে দেশীয় পেঁয়াজের বাজার।
ওই সময়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। এক মাসের ব্যবধানে দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সেই দাম নেমে এসেছে ৯০ টাকায়। পেঁয়াজের বাজারে বড় ধরনের এ দরপতনে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের গোস্তহাটির মোড় পাইকারি বাজার ঘুরে দেখা যায়, এক মাস আগে দেশীয় পেঁয়াজের সংকট থাকলেও বর্তমানে হঠাৎ দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। দীর্ঘ সময় মজুত রাখায় এসব পেঁয়াজে ট্যাগ (ছোট চারা) গজিয়েছে। তাই পেঁয়াজ থেকে ট্যাগ ছাঁটাই করতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। ছাটাইয়ের পর মানভেদে প্রতি কেজি পুরনো দেশীয় পেঁয়াজ ৮৮-৯০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বাজারে দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ ছিল চোখে পড়ার মতো। প্রতি কেজি নতুন পেঁয়াজ ৭৫-৮০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এসব ছাড়াও বাজারে যোগ হয়েছে ভারতীয় পেঁয়াজ। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
তিনদিন ধরে বাজারে দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ অনেক বেড়েছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজ চলে এসেছে। তাই তিনদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম অন্তত ১০ টাকা কমেছে। মজুতদারদের কারণে বাজারে অস্থিরতা হয়েছিল। তবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে নতুন পেঁয়াজ আসতে থাকায় ক্রমাগত বাজার দর কমছে। আশা করছি আগামী একমাসের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০-৪৫ টাকায় নেমে আসবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.