কাজী স্বাধীন স্টাফ রিপোটার : নওগাঁয় কয়দিনের ব্যবধানে কমেছে ডিমের দাম। প্রতি হালি ডিমে কমেছে ৪ টাকা।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের বিভিন্ন বাজারে প্রতি হালি ডিম ৫২ টাকায় এক খাচি ৩৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ডিম ব্যবসায়ী মো. সুমন বলেন গত কয়েক দিন ডিমের বাজার অস্থিতিশীল ছিল।
ডিমের সরবরাহ না থাকায় এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এক সময় প্রতি হালি ডিম সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। কয়েক দিন আগে প্রতি হালি ডিম ৫৪ টাকায় বিক্রি হয়েছে আজ ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রশাসন কাজ করছে।
তারই ধারাবাহিকতায় কঠোর বাজার নজরদারির ফলে এ সুফল পাওয়া গেছে। সামনে আরো কমার আশা করছি এরই মধ্যে ৩ কোটি + ডিম সরকার আমদানি করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামিতে ক্রেতাদের ক্রয় সিমার নাগালে আসবে বলে আমরা আশা করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.