ইমাম হাসান সোহান, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস -২০২৪ এর প্রথম প্রহর পালন করা হয়েছে। সোমবার ভোর ছয়টার পর সূর্যোদয়ের সাথে সাথে সময় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধনবাড়ী থানা পুলিশ একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে প্রথম প্রহরের সূচনা হয়।
এরপর ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সহ ধনবাড়ী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ।
এরপর ধনবাড়ী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, বাংলাদেশ সেনাবাহিনী ধনবাড়ী ক্যাম্প, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব, এনজিও সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য মোনাজাত করা হয় ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.