নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ০৮ নং ওয়ার্ডে চালাষে গত ০৮ ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় সন্ত্রাসী কায়দায় অতোর্কিত ভাবে তোফাজ্জল হোসেনের পুত্র টুকন(৩৫) কে দেশীয় ধারালো অস্ত্র রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপানোর অভিযুক্ত আসামি ধনবাড়ী পৌরসভার ০৬ নং ওয়ার্ড বন্দ টাকুরিয়ার আব্দুর রাজ্জাক এর পুত্র স্বপন (২৪) কে ধনবাড়ী থানা পুলিশ ০৯ ডিসেম্বর সোমবার টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
উল্লেখ্য গত ০৮ ডিসেম্বর রবিবার সকাল এগারোটার দিকে বন্দ টাকুরিয়ার স্বপন একদল যুবক নিয়ে সন্ত্রাসী কায়দায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চালাষ চৌরাস্তার পশ্চিমে ধনবাড়ী সরকারি কলেজের দক্ষিণ গেটের আশেপাশে অবস্থান নিয়ে অতোর্কিত ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া স্হানীয় তোফাজ্জল হোসেনের ছোট পুত্র টুকনের মাথায় একাধিক কোপ দিয়ে মুহূর্তেই যে যার মতো পালিয়ে যায় ।
পরবর্তীতে কাছেই একটা বাড়ি থেকে স্বপন কে স্হানীয় জনতা দেশীয় ধারালো অস্ত্র রাম দা সহ আটক করে। পুলিশ এবং সেনাবাহিনীর ধনবাড়ী ক্যাম্প এর একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান আসামি স্বপনকে ধনবাড়ী থানায় নিয়ে আসে ।
এদিকে মারাত্মক আহত টুকনকে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে আহত টুকনের পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন যা ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/১১৪/৩৪ ধারা , পেনাল কোড ১৮৬০; মামলা টাঙ্গাইলের ধনবাড়ী থানার এফ আই আর নং ০৬ তারিখ ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. সময় ০৫ ঘটিকা ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন,' মামলাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং অন্যান্য আসামি দ্রুত গতিতে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.