নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীর পৌরসভার ৭নং ওয়ার্ড আমনগ্রাম পশ্চিম পাড়া মসজিদের নিকট অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে আব্দুল লতিফ এবং তার জামাতা জিল্লুর নামে স্হানীয় প্রভাবশালী ।
মাটি কাটার কন্ট্রাকটর এর নাম শিশির। গোপন সূত্রে খবর পেয়ে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা ৪ ডিসেম্বর বুধবার বিকেলে ধনবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমনগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে বেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্যাফে ট্রাক্টর গাড়ি দিয়ে মাটি বিক্রির ভিডিও ধারণ করেন।
এসময় পাশের জমি ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পাওয়া যায় । মাটি কাটার সাথে জড়িত লোকজন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং নিউজ না করার জন্য অনুরোধ করে ।
এক পর্যায়ে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের ভয় ভীতি দেখানো হয়েছে নিউজ না করার জন্য। পাশের জমিতে ভুট্টা চাষ করেছেন আব্দুল মান্নান , পিতা ইমাম আলী, সাং আমনগ্রাম । তিনি জানান,' যেভাবে লতিফ কাকা মাটি কেটে নিয়ে যাচ্ছে তাতে আমার জমিতে চাষাবাদ করে খাওয়া সম্ভব নয়।
মাটি কাটার জন্য আমার ভূট্টা ক্ষেত ভেঙে যাবে, মাটি ধসে যাবে। বাধ্য হয়ে আমাকেও মাটি সরিয়ে ফেলতে হবে ।
উল্লেখ্য কৃষি জমির মাটি কেটে বিক্রি করার কোন অনুমতি নাই । তারপরও অসাধু চক্র কৃষি জমির মাটি কেটে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.