তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা দিতে মাঠে সক্রিয় বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।সেই সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে বীরগঞ্জে ১৬০ টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।এরই ধারাবাহিকতায় গত ৭ই অক্টোবর রাত ৮টা হতে ১২টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের খোঁজ খবর নেয় বলে জানা যায়। প্রায় সবগুলো পূজা মণ্ডপের সকল ধরনের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকবাতি ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে শারদীয় উৎসব পালনে প্রস্তুত। শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে।
প্রতিবারের মতো এবারও বীরগঞ্জ উপজেলায় ১৬০ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে, বীরগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।এ সময় তারা বলেন “প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দূর্গাপূজা চলাকালে পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকগণ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয় খবরদারী করবেন।
এসময় পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “পূজার সময় পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি সক্রিয় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় তারা আশা প্রকাশ করে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে।”