1. admin@weeklyjagrotojanata.com : admin :
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন,আহত দুইজন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন,আহত দুইজন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফখরুল দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে। এ ঘটনায় আহত যাত্রীরা হলেন—দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) এবং একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে শহরের হাউজিং মোড় এলাকায় একটি অটো রিকশাকে পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ নার্সিং কর্মকর্তা সুজন রায় জানান, সকালে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।এতে করে যান চলাচলের বিঘ্ন ঘটে।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হানিফ পরিবহনের গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর