নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা : তালায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমানের উপর সন্ত্রাসী রমজান কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবীতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ ই ডিসেম্বর) বিকাল ৫ টায় তালা প্রেসক্লাব ও তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে তালা ডাকবাংলো চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খাঁন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, তালা প্রেসক্লাবের সাংবাদিক এম.এ ফয়সাল. মোঃ বাবলুর রহমান, এস.এম হাসান আলী বাচ্চু, বিএম বাবলুর রহমান,মোঃ সোহাগ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের মোঃ জামালউদ্দীন,তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোখলেছুর রহমান, ইমন হোসেন,আব্দুল কুদ্দুস পাড়, আবু সাঈদ, মোঃ আলমগীর হোসেন,মোঃ আল মামুন,তালা প্রেসক্লাবের এস.এম জহর হাসান সাগর,পার্থ প্রতিম মন্ডল,মোঃ ফয়সাল হোসেন, কাজী জীবন বারী প্রমুখ। পরিবারের পক্ষথেকে উপস্থিত ছিলেন, সাংবাদিক আক্তারুল ইসলামের পিতা মোঃ শফিকুল ইসলাম, স্ত্রী আখি আক্তার, রেহেনা আক্তার,মনোয়ারা বেগম,পাপড়ি আক্তার,মোঃ আজিজুল ইসলাম আজিজ,মিজানুর রহমান খান প্রমুখ উপস্হিত ছিলেন ৷
মানববন্ধন হতে সন্ত্রাসী রমজানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিসহ এমন নেক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.