1. admin@weeklyjagrotojanata.com : admin :
ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মিন্টু শেখ : ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১০৬ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।

এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।

এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে ভোক্তা অধিদপ্তরের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে ৮টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এ ছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ৫৪টি দলের এই অভিযানের মাধ্যমে ১০৬টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর