ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সকল প্রকার শান্তিশৃঙ্খলা রক্ষা,মাদক ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর ) সকালে সাধারণ ছাত্র-জনতা ও এলাকাবাসী এ কর্মসূচী পালন করেন।
পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা মৌড়ে প্রায় ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, আব্দুর রহিম, নসিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিসুর রহমান।
আরো বক্তব্য দেন বৈরচুনা ইউনিয়নের ডাঃ ওয়াজেদ আলী, সেনগাঁও ইউনিয়নের আনারুল ইসলাম প্রধান, পীরগঞ্জ ইউনিয়নের মাসুদ রানা, ভোমরাদহ ইউনিয়নের আলমগীর হাসান, কোষারাণীগঞ্জ ইউনিয়নের ওয়াজকুরুণী, নাফিউল ইসলাম এলিন, হাজীপুর ইউনিয়নের শফিকুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের আসাদুজ্জামান শাহ, জাবরহাট ইউনিয়নের আইনুল হক, সালাউদ্দিন ইদুল, জসিম উদ্দিন, পৌরসভার রবিউল ইসলাম. সৈয়দপুর ইউনিয়নের রবি খান প্রমূখ। পরে তারা পৌর শহরে মাদক ও দূর্নীতি প্রতিরোধে একটি মিছিল বের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.