1. admin@weeklyjagrotojanata.com : admin :
টাঙ্গাইলের ধনবাড়ীতে ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

টাঙ্গাইলের ধনবাড়ীতে ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

খাদেমুল ইসলাম রাফি, ধনবাড়ী উপজেলা জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এস সি ২৫ পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়েছে।

টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ সকাল দশটায় ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী উপজেলার বিভিন্ন স্কুলের এস এস সি ২৫ ব্যাচের পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং এক সময় মহাসড়ক অবরোধ করে বসে পড়ে । ফলে ঢাকা- জামালপুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় । বেশ কয়েক মাস যাবত ছাত্র-ছাত্রীদের দেশ ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচির জন্য লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে।

ছাত্র-ছাত্রীরা বিগত কয়েক মাস লেখাপড়া করতে পারে নাই । এমন অবস্থায় আসন্ন এস এস সি ২০২৫ সালের পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের তেমন প্রস্তুতি নাই । সেই পরিপ্রেক্ষিতে এস এস সি ২৫ ব্যাচের সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আজ সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শুরু করে এবং এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে সড়কে বসে পড়ে। প্রচন্ড রোদ গরম উপেক্ষা করে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধের ফলে ঢাকা – জামালপুর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়াও ধনবাড়ী থেকে বিভিন্ন আঞ্চলিক যোগাযোগে প্রভাব পড়ে।

দীর্ঘ সময় পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বাবুল হাসান অবরোধ স্হলে এসে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি গুলো শুনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন।

মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিলে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল,সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন স্কুল সহ ধনবাড়ী উপজেলার সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর