মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে অ্যাপার্টমেন্টের মাটি ফেলাকে কেন্দ্র করে যুবদল নেতা টিভি আনোয়ার গ্রুপ ও বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজনের হতাহত।
মঙ্গলবার টঙ্গীর এরশাদনগর এলাকায় রাত ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
জানা গেছে, এরশাদনগর ১ নম্বর ব্লক ট্যাগ বাড়ি এলাকায় অ্যাপার্টমেন্টের মাটি ফেলাকে কেন্দ্র করে টিভি আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম কামু গ্রুপের প্রায় ৩০ থেকে ৪০ জন গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় অনেকেই আহত হয়েছে। এসময় ১ নম্বর ব্লকের আব্দুল হানিফের ছেলে হৃদয়কে (২৯) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিএনপির নেতা কামরুল ইসলাম কামু ও যুবদল নেতা টিভি আনোয়ারের কর্মী লিপু মোল্লার গ্রুপের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। তারই জের ধরে রাতে কামরুল ইসলামের লোকজন এরশাদ নগর ৩ নম্বর ব্লকের যুবদল নেতা মঞ্জুরের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। পরে হামলাকারীদের প্রতিহত করতে লিপু মোল্লার গ্রুপের লোকজন পাল্টা ধাওয়া করে।
এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে টঙ্গী পূর্ব থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাতেই একজনকে আটক করে থানায় আনা হয়েছে।