স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা খরতৈল জামতলার জৈনক লোকমান হোসেন অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিয়ে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
অনুসন্ধানে জানা যায় যে, তিতাস গ্যাস জোনাল অফিস টঙ্গী অফিসে বহু বার ব্যাকলিস্ট করেও লোকমান হোসেনকে টঙ্গী তিতাস গ্যাসের অফিসে আসা বন্ধ করতে পারেনি অফিস কতৃপক্ষ কারন আওয়ামী লীগের নেতা ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে ভয় ভীতি দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিতে,,ঐ অফিসে ঠিকাদার হিসাবে কাজ করতেন।তিনি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গাজীপুরা খরতৈল জামতলা খাঁ পাড়া এলাকায় হাজাও বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিশাল বহুতল ভবন নির্মাণ করছেন। বর্তমানে ভবনের চতুর্থ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে।
এছাড়াও তার নামে বেনামে বিভিন্ন এলাকায় জমিও ফ্লাট রয়েছে। তার এবং তার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমানো আছে। গত ৫ ই আগস্ট ২০২৪ শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর লোকমান হোসেন গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে তার বাড়িতে গেলে তিনি দেখা করেন ননাই। তার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.