নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : চিতলমারীতে দলিল লেখক সমিতির সিন্ডিকেট ভেঙে ৩ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক ৩
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতিতে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন সুব্রত অধিকারী (৪২), বিএনপির চিতলমারী সদর ইউনিয়ন সভাপতি ও দলিল লেখক সমিতির সভাপতি খান মনিরুজ্জামান (৫১), এবং চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম আনোয়ার (৫১)।
চিতলমারী থানায় বাদী হয়ে এস এম নান্টু হাসান একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দলিল লেখক সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথবাহিনীর অভিযানের সময় দলিল লেখক সমিতির সভাপতির চেম্বারে টেবিলের ড্রয়ার থেকে নগদ ৩ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপজেলার দলিল লেখকদের কার্যক্রমে দলীয় পদ বা পরিচয়ের চেয়ে ব্যক্তিস্বার্থই বড় হয়ে উঠেছে। সিন্ডিকেটের নামে বছরের পর বছর সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সরকারের বিভিন্ন সংস্থা সঠিক তদন্ত করলে আরও অবৈধ কার্যক্রমের প্রমাণ মিলবে।
চিতলমারী থানার (ওসি) এস এম শাহাদাৎ হোসেন সাপ্তাহিক জাগ্রত জনতাকে জানান, অভিযানে গ্রেফতার তিনজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অভিযানের বিষয়ে জানতে চিতলমারী উপজেলা সাবরেজিস্ট্রার সমীর কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পুরনো সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানের ঘটনায় এলাকাবাসী যৌথবাহিনীকে সাধুবাদ জানিয়েছে। জনগণ আশা করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ হবে।
জেলা সাবরেজিস্টার মো. রুহুল কুদ্দুস জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে অফিস বন্ধ থাকায় বিস্তারিত জানার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।