1. admin@weeklyjagrotojanata.com : admin :
গাজীপুরে সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে হত্যা মামলা ও দুর্নীতির অভিযোগ - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত গোপালগঞ্জ বিএনপির অভিভাবক কে? খুলনায় ওজোপাডিকো’র প্রধান কার্যালয়ে দুদকের অভিযান নড়াইলের লোহাগড়ায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা করেছে যশোরের মনিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে জি আর চাউল বিতরণ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ধনবাড়ী থানা পুলিশ বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করলেন -জোন কমান্ডার মাহমুদুল হাসান নাগরিক সেবা এ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন- অধ্যাপক থানজামা লুসাই

গাজীপুরে সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে হত্যা মামলা ও দুর্নীতির অভিযোগ

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 গ্রেফতার এড়াতে বি এন পির নেতাদের কাছে দৌড়ঝাপ ।

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে হত্যা মামলা, জমি দখল এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। গাছা থানায় তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, বাসন থানায় তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

তথ্যসূত্রে জানা যায়, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হাবিবুর রহমান রিপন। তার মদদে গাজীপুরের ইসলামপুর চকের প্রায় ১৫০ বিঘা জমি অবৈধভাবে কিনেছেন কিরণ।

স্থানীয় জনগণের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে হাবিবুর রহমান রিপন নানা ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিলেন এবং অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন। বর্তমানে তিনি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর, তিনি বিএনপিতে যোগ দেওয়ার পাঁয়তারা করছেন এবং বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন।

১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান রিপন তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে করা মামলা এবং অভিযোগগুলো ষড়যন্ত্রমূলক। তবে বিভিন্ন নথি, ছবি ও তথ্য প্রমাণ করে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, “হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।”

এলাকায় তার অবাধ বিচরণের ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে তার দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর