নাসরিন আক্তার : নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা কর ভবন থেকে তারা পড়ে যান।
নিহত তিন শ্রমিক হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, তিন জনই কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে অসাবধানতাবশত তারা নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে দুই জনের বাড়ি পঞ্চগড়ে। আরেকজনের ঠিকানা এখনও জানা যায়নি। নিহতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.