নিজস্ব প্রতিনিধি : খুলনার ফুলতলার বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ খুলনার একটি টিম এবং গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আকরাম হোসেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী হয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বরে চেকপোস্ট স্থাপন করা হয়। রাত পৌনে ৯টার দিকে একটি প্রাইভেটকার থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০২২ সালের ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফুলতলা থেকে ট্রলারযোগে বিএনপি নেতাকর্মীরা খুলনা নগরীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তাদের ওপর হামলা হয় এবং বিএনপি নেতা জিকো আহত হন। এরপর তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেও হামলা চালানো হয়। তখন তিনি হাসপাতাল ছেড়ে চলে যান। পরে ১৪ অক্টোবর রাতে জিকো পয়গ্রাম কসবা গ্রামের কাছারিহাটে ডিসপেনসারিতে চিকিৎসার জন্য গেলে আবারও তাকে মারধর করা হয় এবং তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৯ আগস্ট জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.