রাজু সাধু : খুলনার পাইকগাছায় গ্রেফতার এড়াতে বাথরুমের পাইপ বেয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে খুলনায় হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব বলে জানা গেছে। অভিযানের খবরে বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রোববার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তিনি পাশের বাড়িতে অবস্থান করছিলেন। পরে অভিযানের খবরে পালানোর জন্য ওই বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা হেমেশ চন্দ্র মন্ডলকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। হেমেশের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি মো. সবদেল হোসেন বলেন, হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.