1. admin@weeklyjagrotojanata.com : admin :
খুলনার পাঁচ জেলার ১০টি প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

খুলনার পাঁচ জেলার ১০টি প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালায় বুধবার (২০ নভেম্বর) ভোক্তা অধিকারের ৫টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে ৫টি জেলায় ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ডায়াগনস্টিক, ঔষধ, চাল, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজারের ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই করা হয় । একই সাথে সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

খুলনা বিভাগীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার আমভিটা বাজার ও থুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে সদর উপজেলার হাটশ হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার নগরবাথান বাজার ও রাউতাইল এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর