নাসরিন আক্তার খুলনা : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে খায়রুজ্জামান সোহেল নামে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর হাজি মহসিন রোডের ফকিরবাড়ী লেনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সাতক্ষীরার আশাশুনি থানার খালেক কারীগরের ছেলে। তিনি হাজি মহসিন রোড এলাকায় ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজি মহসিন রোডে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এই সময় সোহেল মারামারি ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। তার পিঠে গুলি লাগে। আশপাশের লোকজন তাঁকে ধরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামান মিঠু আরও জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।