নাসরিন আক্তার খুলনা :খুলনা নগরীর বয়রা এলাকায় ওজোপাডিকো’র প্রধান কার্যালয়ে রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়েছে দুদক। এ সময় ৪টি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করেন তারা।
খুলনায় ওজোপাডিকো’র প্রধান কার্যালয়ে দুদকের অভিযান চালিয়েছে দুদক।
দুপুর দেড়টার দিকে দুদকের একটি টিম দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে ৫ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৪টি প্রকল্পের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন। এছাড়া আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেন।
অভিযানে নেতৃত্বে দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, কাগজপত্র পর্যালোচনা করে এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে তারা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।
এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরে সংস্থাটি ২টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও ২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় ৫ হাজার কোটি টাকা। এ প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে ওজোপাডিকো থেকে প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেনি, আগামীকাল দেবে বলে জানিয়েছে।
মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়্যাল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুত কিনবে, ইউনিট প্রতি ২১ টাকা ২৫ পয়সা করে। তা বিক্রি হবে ৪ থেকে ৮ টাকা করে। এর ফলে সরকার লস করবে। এটা কেন হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে।
তারা বলেছে, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.