তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় মাছ ধরার রিং জাল চুরিকে কেন্দ্রে করে ভিকটিম তহিদুর রহমান বাঙ্গু (৪০)কে হত্যার ঘটনা ঘটে গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ।
উক্ত ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে
গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায় যে, তহিদুর রহমান বাঙ্গু (৪০) ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ঘটনার দিন আনুমানিক সকাল ১১.০০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় ঘরের ভিতর ডেকে পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে ভিকটিমের হাত,পা ও মুখ বেঁধে আসামীরা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী ভিকটিমের শরীরে রগ কেটে দেয় এবং স্থানীয় ব্যক্তিবর্গ পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে কোতয়ালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম তহিদুর রহমান বাঙ্গু (৪০)’কে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের ফুফাতো ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৪/১০/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১০.১৫ ঘটিকার সময় দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ জহুরুল হক (২৬), পিতা-মৃত রমজান আলী, গ্রাম-ভবাইনগর (স্কুলপাড়া), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে।ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.