কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক সহ ২০ জনের নামে একটি দস্যুতা মামলা দায়ের হয়েছে।
মামলার বিবরণে জানা যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন তার দুই বন্ধু মেজবাহুল হক ও মোঃ রায়হান সহ গত ৭আগস্ট ২০২৪ রাত সাড়ে দশটায় কাহারোল বাজার থেকে তেলেঙ্গি বাজার পৌঁছালে মামলার উল্লেখিত আসামিরা দস্যবৃত্তি করার জন্য তার ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল গতিরোধ করে তাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে মোটরসাইকেলটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মো. সাব্বির হোসেন বাদী হয়ে কাহারোল থানায় মঙ্গলবার রাতে সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, ৬ নং ইউপি চেয়ারম্যান মো.আতাউর রহমান বাবুল, ৫ নং ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন মানিক, ৩ নং ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন, কাহারোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাজিদুল ইসলাম, পূর্ব সাদীপুর গ্রামের মৃত বৈশাগুর ছেলে আমিনুল ইসলাম (৪০),মৃত নবাবের ছেলে পলাশ (২৮),নয়াবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রতন(২৭), কুলুদার ছেলে খোকন রায় (৩৫), ঈশানপুর গ্রামের অধর রায়ের ছেলে সুশীল বাবু (৫৫),পরমেশ্বরীপুর গ্রামের বীরেনের ছেলে প্রদীপ রায় (৩০),গয়ানাথ রায়ের ছেলে মহাদেব রায় (৪৮),যোগেন রায়ের ছেলে বিকাশ রায় (৪০),হীরা মাস্টারের ছেলে দীপক রায় (২৭),শক্তি রায়ের ছেলে ধনেশ্বর রায় (৪০),রাজকুমারের ছেলে মিঠুন রায় (২৮), ও হেমন্ত সিংহের ছেলে বজ্রনাথ সিংহ (৪৫) কে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের রুজু করেন।