নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে এক রাতে অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর নেতৃত্বে পাঁচ আসামি গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ ।
গ্রেফতার পরোয়ানা মূলে চারজন সহ একজন ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ধনবাড়ী থানা পুলিশ ।
শুক্রবার (১০জানুয়ারি) দিবাগত রাত এবং শনিবার ভোর (১১ জানুয়ারি) রাতে এস আই আলমাস, এস আই মনজুরুল ইসলাম , এস আই শ্রীজীব , এস আই মনোয়ার হোসেন , এস আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এই গ্রেফতার অভিযান পরিচালনা করেন ।
গ্রেফতারকৃত পাঁচ আসামি হলেন – ১। সিআর-১৩৮৬/২৪ মূলে মোঃ আব্দুস সামাদ, পিতা-মৃত রমজান আলী, সাং-বনিচন্দ্র বাড়ি,থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। ২। সিআর-৩০০/২৪ এর আসামি মিলন রবিদাস, মৃত ফুলচান রবিদাস,কামদেব বাড়ি সাং, থানা- ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। ৩। সিআর-৯৭৭/২৩, এর আসামি মোঃ আব্দুল্লাহেল বাকী,পিতা- মতিয়ার রহমান, সাং- পাইটকা, থানা- ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। ৪। সিআর- ২২৫/২৪ এর আসামি মোঃ শুকুর আলী, পিতা- মো: কাসেম আলী, সাং- ঝিকুটিয়া,থানা- ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল এবং ধর্ষণের মামলায়
৫। ধনবাড়ী থানার মামলা নাম্বার ০২(১০)২৪ এর আসামি মোঃ রবিন, পিতা-লেবু মিয়া, সাং-কেরামজানী পশ্চিম পাড়া, থানা- ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদেরকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেপ্তারপূর্বক ইং ১১-১ ২৫ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান আসামি গ্রেফতারে ধনবাড়ী থানা পুলিশ আপোসহীন ভাবে কাজ করে যাচ্ছে ।