অসীম রায় বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন।
বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
২৬ শে নভেম্বর মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাবে পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইউনূসের অপসারণের দাবিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
ডপার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবুল কাশেম সওদাগর, আবুল বাশর, মাহবুবের রহমান, ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা জাকারিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সহ অন্যান্য বক্তারা বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
বক্তব্য বলেন , যারা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে খায় তাদের সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি । এ সমস্ত ঘৃণিত ব্যক্তি কোন প্রতিষ্ঠানে থাকার চেয়ে না থাকা ভালো। তাই এই পরিচালককে অপসারণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.