অনুসন্ধানের ৪ পর্ব
যশোর বিআরটিএ র’ সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইন, ১/দালাল বিদ্যুৎ, ২/ দালাল সিহাব, ৩/ দালাল মামুন, ৪/ দালাল মনির, ৫/ দালাল মিথুন, ৬/ দালাল আশিক, ৭/ দালাল তানভীর, ৮/ দালাল মুস্তাক, ৯/ দালাল ইসানুর, ১০/ দালাল বাপ্পা এই ১০ দালালদের দিয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন এই কর্মকর্তা রিফাত হোসাইন এর ক্ষমতার উৎসাহ কি।
এই সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইন খুলনা বিভাগীয় উদ্ধতন কর্মকর্তাসহ, যশোর বিআরটিএ র’ সকল কর্মকর্তাদের ম্যানেজ করে দালালদের দিয়ে লাইসেন্স সেকশন, ফিটনেস সেকশন পরীক্ষা হলের প্রশ্ন ফাঁস ও রেকর্ড রুমসহ প্রত্যেক ডেক্স রুমে গ্রাহকদের সেবা প্রদান করে আসছেন দালালদের দিয়ে।
এরই ধারাবাহিকতায় জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতার অনুসন্ধান টিমের নিকট অজ্ঞাতনামা এক ব্যক্তি বলেন,যে যশোর বিআরটিএ র’ নিজ থেকে অফিসের ভিতর পর্যন্ত দালালদের দিয়ে বিভিন্ন কাজসহ অনিয়ম দুর্নীতি ও ঘুষ নিয়ে থাকেন।
সাপ্তাহিক জাগ্রত জনতা গত দুই মাস যাবত যশোর বিআরটিএ র’অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়ার তথ্য সংগ্রহ করে আসছেন। সাপ্তাহিক জাগ্রত জনতা অনুসন্ধানের ৩টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে অনুসন্ধান টিমের সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখতে পান একটি পিকআপের নিকট থেকে এক দালাল ৩০০০/ টাকা নিচ্ছেন এই দালালের হাতে তখন বিআরটিএ র’ অফিসের কাগজপত্র ছিল, নগদ অর্থ নেওয়ার সময় অনুসন্ধান টিমের ক্যামেরায় এই ছবি ধারণ করা হয়। যশোর বিআরটিএ র’ অফিসের ভিতরে যে খানে যাওয়া হয়েছে সেই জায়গাতেই দালালদের দেখা মিলেছে, তথ্য মোতাবেক অফিসের ভিতরে দালাল আর দালাল, দালাল ছাড়া কোন জায়গায় খালি নেই। সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইন যখন নিচে গাড়ির ফিটনেস পরিদর্শন করতে আসেন তার আগেই সিফাত হোসাইনের দালালেরা ফিটনেস যদি না থাকে তাহলে ওই গাড়ির লোকদের কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে ফিটনেস বিহীন গাড়িকে ফিটনেস পাস করে দেওয়া হয়।
এই সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইনসহ যশোর বিআরটিএ র’ ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত দালাল ছাড়া কোন কাজ হয় না, প্রত্যেক ডেক্স এর ভিতরে দালালদের বসিয়ে কাজ করানো হয়। সরকারি এত বড় একটা প্রতিষ্ঠান তার ভিতরে শুধু দালাল আর দালাল সরকারি নিয়ম রয়েছে কোন সরকারি প্রতিষ্ঠানের ভিতরে দালাল থাকতে পারবে না অথচ যশোর বিআরটিএ র’ রেকর্ড রুমের মত এত বড় একটা জায়গায় সেখানেও দালাল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়ে থাকেন। সরকারি নিয়ম রয়েছে একজন রেকর্ড কিপার দায়িত্ব পালন করে অথচ রেকর্ড রুমের ভিতরে রেকর্ড কিপারকে দেখা যায় নাই। সেখানে দেখা গিয়েছে সাইফুল ইসলাম নামে এক দালালকে।
অফিসিয়াল লোক থাকা সত্ত্বেও দালাল দিয়ে এই ধরনের অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য গড়ে তুলছেন কারণ রিফাত হোসাইনসহ অনেকে। সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইনকে একাধিকবার ফোন দেওয়া হয়েছে তবে সে ফোন রিসিভ করেননি। যশোর বিআরটিএ র’ দালালদের নিয়ন্ত্রণ করে থাকেন এই সাইফুল ইসলাম কে এই সাইফুল ইসলাম যে যশোর বিআরটিএ র’ সরকারি নিয়োগ প্রাপ্ত কোন লোক না তাহলে কেন এই সাইফুল ইসলাম রেকর্ড রুমের দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে এই ধরনের লজ্জা জনক ঘটনা ঘটে চলেছে অথচ দেখার কেউ নেই। তাহলে কি যশোর বিআরটিএ র’ কর্মকর্তারা এবং খুলনা বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে এই ধরনের অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন।
দালাল দিয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য তৈরি করে রেখেছেন এই রিফাত হোসাইন। সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার অনুসন্ধান টিমের সাংবাদিকরা কর্মকর্তাদের কাছে দালালদের বিষয়ে জানতে চাইলে ফোনে কোন কথা বলতে তারা ইচ্ছুক নন পরবর্তীতে একাধিকবার ফোন দিলে ও ফোন রিসিভ করেননি। রিফাত হোসাইন তিনি যশোর বিআরটিএ র’ সহকারী মোটরযান পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন তার আন্ডারে রয়েছে একাধিক দালাল। লাইসেন্স থেকে শুরু করে সব ধরনের কাজ দালালদের মাধ্যমে হয়ে আসছে।
এই সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইনকে দালালেরা যা বলে সে তাই করেন।
লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়িকে ফিটনেস বলে পাস করে দিয়ে থাকেন,এই রিফাত হোসাইন, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকাকে বলেছেন যে আমার বিরুদ্ধে নিউজ করে যদি কিছু করতে পারে তাহলে করুক দেখি আমার কি করতে পারে একজন সরকারি কর্মকর্তা যে অনিয়ম দুর্নীতি করে আসছেন দালালের মাধ্যমে সে এই ধরনের আলোচনা করছেন। যে কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়া পেশা সে একটা জাতীয় পত্রিকাকে এই ধরনের কথা বলেছেন তা জাতির জন্য লজ্জাজনক ঘটনা এই ধরনের ঘটনা যদি সরকারি দপ্তরের ভিতরে হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে।
যশোর বিআরটিএ র’ রেকর্ড রুম থেকে শুরু করে সব জায়গায় দালাল আর দালাল দিন দিন দালালের দৌড়ত্ব বেড়েই চলেছে কোন ভাবেই দালালদের দৌড়ত্বের লাগাম টানা যাচ্ছে না, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে দালালদের দৌরত্ব। যত দ্রুত সম্ভব যশোর বিআরটিএ র’ দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো যাচ্ছে।