1. admin@weeklyjagrotojanata.com : admin :
যথাযথ মর্যাদায় গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যথাযথ মর্যাদায় গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪


স্টাফ রিপোর্টার : ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মেতো বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, যার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান,জাতি, ধর্ম,বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। ঘোষণাপত্র গ্রহণের দিনটিই বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাড়া বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে সকল শাখা উপশাখা কমিটি।গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাসস্ট্যান্ড প্রধান সড়কে গাজীপুর জেলার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন (পিয়াস) এর সভাপতিত্বে ১০ ডিসেম্বর ২০২৪ইং বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন করা হয়।

“মানবাধিকার রক্ষায় বৈষম্য নয়” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম সোহেল আহমেদ, এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শিল্প বিষয়ক পরিচালক মোঃ আবদুর রহিম,আইটি পরিচালক বেলাল হোসেন বকসী, পরিচালক জামাল হোসেন, গাজীপুর মহানগর উন্নয়ন পরিচালক মোঃ আতাউর রহমান, পরিবেশ বিষয়ক পরিচালক মোঃ ইসমাইল, কোনাবাড়ী থানা উন্নয়ন পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন সহ নগরের সাধারণ সদস্য, হতদরিদ্র সদস্য রাজনৈতিক, সামাজিক,স্হানীয় ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর