1. admin@weeklyjagrotojanata.com : admin :
বীরগঞ্জের মহাষষ্ঠীর শুরুর প্রথম দিনে পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড যশোরের অভয়নগরে অবৈধভাবে সার মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নওগাঁ জেলা প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় ক্লিনিক মালিকের জরিমানা ও ভুয়া ডাক্তার গ্রেফতার গোমস্তাপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার  শুভ উদ্বোধন নওগাঁ শহরে বেশী ভাগ লাম্প পোস্টে বাতি না থাকায় বেড়েছে ছিনতাই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে এক মহিলা গুরুতর আহত সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, আতঙ্কিত স্থানীয়রা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা

বীরগঞ্জের মহাষষ্ঠীর শুরুর প্রথম দিনে পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

তানভীর আহাম্মেদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মন্ডপের উদ্বোধনও। দর্শনার্থীরা ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ছেন। উৎসবমূখর পরিবেশের মধ্যেই মায়ের দর্শন করছেন ভক্তরা।

তাদের প্রত্যাশা, ধর্মবর্ণ নির্বিশেষে একক হয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবেন এবার। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

বীরগঞ্জ উপজেলায় ১৬০টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়েছে। পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।এছাড়াও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

দিনাজপুর জেলার পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ক্রাইম অপস বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন দায়িত্ব থাকা পুলিশ ও আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যরা নিরলস ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে এবং ভক্তদের মুখে যে হাসি দেখেছি যা চোখে পড়ার মতো।পরিদর্শনে বিভিন্ন বয়সের শিশু, নারী, বৃদ্ধ, মহিলা, পুরুষ সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করছে।তিনি বলেন তাদের মুখে আমি যে হাসি দেখেছি আমরা এই উৎসবটি যদি শান্তি ও সুশৃংখলভাবে সম্পন্ন করতে পারি তাহলে এটা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।হিন্দু ধর্মাবলম্বী ও সাধারণ মানুষ যেভাবে যুক্ত হয়েছে আমি দৃঢ় মনে বিশ্বাস করি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ হবে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এবং নিরাপত্তায় থাকা পূজা মন্ডপের পুলিশ সদস্যবৃন্দ,আনসার,ভিডিপি, গ্রাম পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর