1. admin@weeklyjagrotojanata.com : admin :
বাড়ছে শীতের প্রকোপ বাড়ছে লেপ তোশকের চাহিদা - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাড়ছে শীতের প্রকোপ বাড়ছে লেপ তোশকের চাহিদা

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ইমাম হাসান সোহান, স্টাফ রিপোর্টার : পৌষ মাসের শুরুতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ছে শীতের প্রকোপ। আর এই শীতের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে বাড়ছে লেপ তোশকের চাহিদা ।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায় লেপ তোশকের দোকানে মালিক কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন । ধনবাড়ী পৌরসভার পুরাতন জনতা ব্যাংক রোডের মোঃ শামসুল আলম এর (মেসার্স শান্তি বেডিং স্টোর) লেপের দোকানে গিয়ে দেখা যায় দোকানের কর্মচারীরা লেপ তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন । দোকান মালিক মোঃ শামছুল আলম বলেন,’ভালো মানের কাপাস তুলা এবং কাপড় দিয়ে একটি বড় লেপ বানাতে পঁচিশ শত টাকা খরচ হয় আর কম মূল্যের গার্মেন্টসের জুট তুলার লেপ হাজার বারো শত টাকা শিমুল তুলার লেপ পনের শত টাকা খরচ হয় । তোশকের মূল্যও মান ভেদে একেক রকম ।

তবে শীতকালে বিয়ে শাদি বেশি থাকায় লেপ তোশকের চাহিদাও বেড়ে যায় । গরম কালে লেপ তোশকের চাহিদা কম থাকায় অলস সময় পার করতে হয়’।

ধনবাড়ী বাজারের খলিফা পট্টি এবং উপজেলার অন্যান্য বাজারের ( মুশুদ্দি,পাইস্কা, কেন্দুয়া ,ভাইঘাট,জাগিরাচালা, নল্যা , নতুন বাজার,কেরামজানী ) বিভিন্ন লেপ তোশকের দোকানে একই চিত্র দেখা গেছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর