অসীম রায় (অশ্বিনী) : খ্রীস্টান ধর্মালম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষ্যে দূর্গম এলাকার বিভিন্ন চার্চে উপহার সামগ্রী বিতরন করেছেন সেনাবাহিনী।
২২ শে ডিসেম্বর রোববার রুমা সেনা জোন ৩৮ ই বেংগল এর রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া এবং খামতাংপাড়ার বিভিন্ন চার্চ ও স্থানীয় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ। এতে স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
বর্ণিত প্রত্যন্ত অঞ্চলের পাড়াগুলো বম উপজাতি (৯৫%) এবং খিয়াং (৫%) উপজাতিদের অধ্যুষিত এলাকায়। শতভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমে সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডারগণ পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
খ্রিষ্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা বহন করে। ক্যাম্প কমান্ডারগণ উল্লেখ করেন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই।
পাড়াবাসীদের সহায়তা এবং একতা উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে। এই কার্যক্রমের ফলে পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য গ্রহণ করা হয়েছে।
বড়দিনে এ ধরণের সহায়তা এবং শান্তি ও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।