1. admin@weeklyjagrotojanata.com : admin :
নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি পালন করছে। তিনদিনের বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি বান্দরবান পার্বত্য জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা”

১৯৭১ সালের দীর্ঘ ০৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। জাতি পেয়েছিল স্বাধীনতার পূর্ণতা। এটি বাঙালি জাতির গৌরব ও বিজয়ের দিন, এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল-সবুজের পতাকা।

যে-সকল বীর সূর্য সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, বিজয়ের ৫৪ এর প্রভাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন- জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার),জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর