1. admin@weeklyjagrotojanata.com : admin :
নওগাঁর পত্নীতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমুহ সরকারি করনের দাবিতে "শিক্ষক দের মানব বন্ধন কর্মসূচি পালিত - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নওগাঁর পত্নীতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমুহ সরকারি করনের দাবিতে “শিক্ষক দের মানব বন্ধন কর্মসূচি পালিত

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রিজওয়ান হোসেন পত্নীতলা থানা প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নী তলা উপজেলায় বিভিন্ন উচ্চবিদ্যালয়ের ও মাদ্রাসার শিক্ষক গন যৌথ ভাবে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান সমুহ জাতীয়করনের লক্ষে পত্নী তলা উপজেলার সামেনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করেন।

গত ২৪/০৯/২৪, মংগলবার। এই দিন দুপুর বেলা অত্র উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও হাইস্কুলের শিক্ষকগনের যৌথ প্রয়াশে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

এই মানব বন্ধন কর্মসূচি তে উল্লেখ যোগ্য ভাবে গঠন মূলক বক্তব্য তুলে ধরেন,-নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী,বাঁকরইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাসেদ আলী,শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, কাঁটাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন, মহশ পুর উচ্চবিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ গোলাম মরতুজা,গগনপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জ্বনাব মো মোতাহার হোসেন, বামইল সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক জ্বনাব মোঃ দেলোয়ার হোসেন, খলনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জ্বনাব মোঃ আঃমতিন,বামইল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ জ্বনাব মোঃ মোখসেদ আলী, সন্তোষ পাড়া মাদ্রাসার সুপার জ্বনাব মোঃ মোশাররফ হোসেন প্রমুখ ।

তাঁরা তাঁদের বক্তব্যে স্পষ্ট করে বলেন যে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমুহ সরকারি করন ও সরকারি করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার বিষয়ক কমিশন গঠনের দাবী করেন। তাঁরা আরো বলেন, সরকারি করন বা জাতীয়করনের পূর্বে আগামী সংসদ নির্বাচনে ভোট গ্রহন থেকে তাঁরা বিরত থাকবেন এবং প্রশাসনের গেট বন্ধ করে দিয়ে ছাত্রদের সংগে নিয়ে রাস্তায় নেমে আসবেন।

শিক্ষকদের স্মারকলিপি উঃজেঃ নির্বাহী কর্মকর্তা জ্বনাবা পপি খাতুন গ্রহনপূর্বক যথাযথ কর্তৃপক্ষের বরাবর প্রেরনের আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর