1. admin@weeklyjagrotojanata.com : admin :
ধনবাড়ীতে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ধনবাড়ীতে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ইমাম হাসান সোহান, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় ১৬ শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বোরো (হাইব্রিড) ধানের বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

১০ ডিসেম্বর মঙ্গলবার ধনবাড়ী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান । এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান । উক্ত অনুষ্ঠানের পর প্রতিজন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয় ।

এ সময় আরো  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ দেলোয়ার হোসেন খান , উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল  উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ  উপসহকারী কর্মকর্তা আব্দুল মালেক , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি , সাংগঠনিক সম্পাদক মো: রনি, প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন ,২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বোরো ধানের বীজ বিতরণ করা হচ্ছে। আশা করছি কৃষক এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।

ধনবাড়ী উপজেলায় ১ হাজার ৬শত কৃষকের মাঝে বোরো ধানের ( হাইব্রিড) বীজ প্রণোদনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর