মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ২৪ মামলার আসামি কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।
সোমবার ভোররাতে গাজীপুরের একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম কামু (৫৩) এরশাদনগর ৪নং ব্লকের তমিজউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
একাধিক মামলার আসামি কামুর গ্রেফতারের খবর টঙ্গীর এরশাদ নগর এলাকার জানাজানি হলে সাধারণ মানুষ তার ফাঁসির চেয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় বিক্ষুব্ধরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। সোমবার বেলা বারোটার দিকে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধের পর স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় তারা মহাসড়ক ছেড়ে দিয়ে এলাকার ভিতর আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার, বিএনপি নেতা নাজিউর রহমান সুমনসহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের এলাকাবাসী।