রাজু সাধু পাইকগাছা উপজেলা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধু খাঁ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িত থেকে ৪২ কেজি কারেন্ট জাল জব্দ করেন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাবসায়ী প্রণব সাধুকে ৬ হাজার টাকা ও সত্য সাধুকে ৪ হাজার টাকা জরিমানা করেন। জব্দ কৃত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপপরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।